জিসান-সাইফউদ্দিনের ব্যাটিং ঝড়ে বাংলাদেশের বড় জয়

হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের নেতৃত্বাধীন দল।

ম্যাচের শুরুতে ব্যাট হাতে বিস্ফোরক পারফর্মেন্স দেখান বাংলাদেশের দুই ব্যাটার জিসান আলম ও ইয়াসির আলী। ওপেনিং জুটিতেই তারা দলের স্কোরবোর্ডে ৩৬ রান যোগ করেন। ইয়াসির আলী ২৬ রানে অপরাজিত থাকলেও, জিসান আলম ১২ বলে ঝড়ো ৫৫ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ১টি চারের মার।

এরপর সাইফউদ্দিন নামেন আরেকটি বিধ্বংসী ইনিংস খেলতে। মাত্র ১২ বলে ৫৫ রান করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন তিনি। সাইফউদ্দিনের ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৩টি চারের মার। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার হাফ সেঞ্চুরি করার পর তাকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। এ কারণে জিসান ও সাইফউদ্দিন দুজনই হাফ সেঞ্চুরি করে ব্যাটিং ছেড়ে অন্য ব্যাটারদের সুযোগ দেন। তাদের এই ব্যাটিং ঝড়ের কারণে বাংলাদেশ বিনা উইকেটে ১৪৭ রান করে।

লক্ষ্য তাড়া করতে নেমে ওমানের ব্যাটিং লাইন সহজেই বাংলাদেশের বোলারদের কাছে পরাস্ত হয়। ওমান শেষ পর্যন্ত ১১৩ রানেই থেমে যায়। বল হাতেও সফল ছিলেন জিসান আলম, তিনি নেন ২টি উইকেট। এছাড়া সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার একটি করে উইকেট শিকার করেন।

Exit mobile version