জোড়াতালি দিয়ে চলছে বিসিবি- ক্রীড়া উপদেষ্টা

ছাত্র-জনতার গণঅভ্যুথানে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান অবস্থা নিয়ে এক প্রশ্নে এমনটাই জানান তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জোড়াতালি দিয়ে চলছে। দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে সভাপতিসহ বেশ কয়েকটি পদে পরিবর্তন এলেও বোর্ডের কর্মকাণ্ড খানিকটা ঢিমেতালেই চলছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি এমন মন্তব্য করেছেন। সেই মন্তব্য উদ্ধৃত করে উপদেষ্টা বলেন,‘সত্যি বলতে বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। যখন দায়িত্ব নেই , তখন বিসিবির লোকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে।’

এছাড়া তিনি বলেন,‘এছাড়া প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতিবছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবলসহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই।’

একই সাথে তিনি বলেন,‘ফেডারেশনের পুনর্গঠন প্রক্রিয়া চলমান আছে বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে, সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

Exit mobile version