লিডস টেস্টের নাটাই এখন ভারতের হাতে। সফরকারী দলটি স্বাগতিক দলের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬৪ রান করায় ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭১ রান। চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ২১ রান করেছে ইংল্যান্ড। ফলে আজ শেষ দিনে তাদের করতে হবে ৩৫০ রান।
ইংল্যান্ডের সামনে যে লক্ষ্যমাত্রা দিয়েছে তা ভারতকে নিরাপদ স্থানে রেখেছে। ভারতের সামনে হারের তেমন কোনো শঙ্কা নেই। শঙ্কা যা তা ইংল্যান্ডের সামনে। স্বাগতিক দলের সামনে জয়ের তেমন কোনো সম্ভাবনা নেই। তাদের সম্ভাবনা ড্র এবং হারে সীমাবদ্ধ করে দিয়েছে ভারত।
প্রথম ইনিংসে ভারত ৬ রানে এগিয়ে ছিল।দ্বিতীয় ইনিংসে ভারতের অন্য ব্যাটাররা ভালো করতে না পারলেও লোকেশ রাহুল ও ঋষভ পন্থ দারুণ ব্যাটিং করেছেন। উভয়ে সেঞ্চুরি করেছেন। রাহুল করেছেন ১৩৭ রান আর ঋষভ পন্থ করেছে ১১৮ রান। তাদের দুই সেঞ্চুরিতে ভারত এ ইনিংসে বিপর্যয় থেকে রক্ষা পায়। এ ইনিংসে ভারতের ৬ ব্যাটার নিজের রানকে দুই অংকে নিতে ব্যর্থ হন। কিন্তু রাহুল ও পন্থের দুই সেঞ্চুরি তাদেরকে ভালো একটা অবস্থানে পৌঁছে দেন। তৃতীয় উইকেটে তারা ১৯৫ রানের জুটি গড়েন। এ জুটি বিচ্ছিন্ন হওয়ার পর ভারতীয় ব্যাটাররা একে একে ক্রিজে এসেছেন আর ফিরেছেন।
ভারতের ইনিংসে মূল আঘাতটা হেনেছিলেন ব্রাইডন কার্সি ও জন টাং। উভয়ে তিনটি করে উইকেট নিয়েছেন। তাদের সঙ্গী হয়েছিলেন ক্রিস ওকস, শোয়েব বশির ও বেন স্টোকস।
৩৭১ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২১ রান। ক্রিজে আছেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তাদের সংগ্রহ যথাক্রমে ১২ ও ৯। ম্যাচ বাঁচাতে আজ পুরো দিন ইংলিশ ব্যাটারদের মাঠে পার করতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















