রিস টপলি। ২৬ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছেন।
ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তকে আউট করেন। ইনিংসে ষষ্ঠ ওভারে দলকে আরও চাপের মধ্যে ফেলে দেন সাকিব আল হাসান। ৯ বল খেলা বাংলাদেশ অধিনায়ক এবার সরাসরি বোল্ড হয়ে ফিরলেন।
টপলির দ্রুত উইকেট তোলার দৃশ্য দেখে ক্রিস উকসও কেন চুপ থাকবেন? আউট করলেন বাংলাদেশের নির্ভরতার প্রতীক মেহেদি মিরাজকে। ৪৯ রানে চার উইকেট পড়ার পর লিটনের সঙ্গী হয়েছেন মুশফিকুর রহীম।