টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করেছে রোহিত শর্মার ভারত। তাই আজ তাঁদের লক্ষ্য অপরাজেয় থেকে মাঠ ছাড়া। অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাবর আজমের পাকিস্তান। তাই প্রতিপক্ষ যেই থাকুক না কেনো তাঁদের জন্য আজ জয়ের কোনো বিকল্প নেই।

পাকিস্তানের একাদশ-

মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ ও নাসিম শাহ।

ভারতের একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং ও মোহাম্মদ সিরাজ।

Exit mobile version