সিলেট পর্বের বিপিএলের প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়নস ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু সন্ধ্যায় সাড়ে ছয়টায়। দুই দল্ এ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামছে। আসরের বর্তমান চ্যাম্পিয়নস ফরচুর বরিশাল জয়ের লক্ষ্যে মাঠে নামবে। রাজশাহীর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা পেসার তাসকিন আহমেদ একাই গুঁড়িয়ে দিতে পারে বরিশালকে।
এর আগে দিনের প্রথম ম্যাচে ২০৫ রান করেও জিততে পারেনি স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে ৮ উইকেটে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। এ জয়ের ফলে বিপিএলে টানা চার ম্যাচ জিতে শীর্ষস্থান মজবুত করলো রংপুর।
তবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুর বরিশাল ঢাকায় দুই ম্যাচ খেলে একটিতে হেরেছে। ফলে এক জয়ে তাদের পয়েন্ট ২। অন্যদিকে দুর্বার রাজশাহী তিন ম্যাচ খেলে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বরিশালের পরেই অবস্থান করছে। ফলে এই ম্যাচে যারা জিততে তারাই পয়েন্টে এগিয়ে যাবে।