টস জিতে ফিল্ডিংয়ে ভারত

জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের অষ্টম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এক-দুইবার নয়, অনেকবারই বিশ্বকাপে বড় দলগুলোকে হারিয়েছে আয়ারল্যান্ড। বিশ্ব আসরে তাঁদের কাছে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড,পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্বকাপজয়ী দলগুলোও।

তবে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রতিবারই পরাজয়ের স্বাদ নিতে হয়েছে আইরিশদের। সেই ইতিহাস ভূলে আজ আরো একটি বড় শিকার ধরার মিশন তাঁদের সামনে।

ভারত একাদশঃ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (ডাব্লু), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।

আয়ারল্যান্ড একাদশঃ

পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লোরকান টাকার , হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।

Exit mobile version