সেন্ট ভিনসেন্টের আরনস ভেইল গ্রাউন্ডে সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচের দিকে তাকিয়ে অস্ট্রেলিয়াও। ম্যাচে যেকোন সমীকরণে জয় পেলেও সেমিফাইনালে খেলবে আফগানিস্তান। আর হেরে গেলে এই গ্রুপ থেকে শেষ চারে চলে যাবে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হবে আফগানিস্তানের মোট সংগ্রহকে ১৩ ওভারেই ছাড়িয়ে যেতে হবে বাংলাদেশের।
গত ২২ জুন ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। জাকের আলী অনিকে ও শেখ মাহেদীর জায়গায় খেলছেন পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গিয়াল খারোতি, নূর আহমেদ, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকী।