বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে টেবিল টপার ভারতের মুখোমুখি টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে দুই দল। আজ জিতলে টেবিল টপার হিসেবে লিগ পর্ব শেষ করবে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ভারতের জয়ের ধারা থামানো। দক্ষিণ আফ্রিকার একাদশে এসেছে এক পরিবর্তন। বাদ পড়েছেন জেরাল্ড কোয়েটজে। তার পরিবর্তে একাদশে ফিরেছেন তাবরাইজ শামসি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হাইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ , লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।