টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ। ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে টসজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন।

ম্যাচে তিনজন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। শঙ্কা থাকলেও ফিরেছেন তাসকিন আহমেদ। এছাড়া মোস্তাফিজুর রহমানের সাথে আছেন তরুণ তানজিম হাসান সাকিব।

অলরাউন্ডার সাকিব আল হাসান ও রিশাদ হোসেন দলের স্পিন আক্রমণে থাকবেন। প্রয়োজনে বল হাতে নিতে পারেন আরেক অলরাউন্ডার মাহমুদুল্লাহ।

টপঅর্ডার ব্যাটার হিসেবে আছেন তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।

বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

Exit mobile version