সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং পেয়েছিল সফরকারী আয়ারল্যান্ড। শনিবার দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেন পল স্টার্লিং। চট্টগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে নামছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেন দিকহারা বাংলাদেশ। মাঠের বাইরে বিতর্ক, মাঠে নিষ্প্রভ ক্রিকেট- সব মিলিয়ে হঠাৎ করেই যেন এলোমেলো লিটন দাসের দল। কক্ষপথে ফেরার আরেকটি সুযোগ তাদের সামনে।
হেরে যাওয়া ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও শেখ মেহেদি হাসান। বাদ পড়েছেন জাকের আলি, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
