টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের ১১তম ম্যাচে ডালাসের গ্র্যান্ড প্রেইরিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

কানাডার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে যেই অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছে যুক্তরাষ্ট্র, তা দেখে একেবারেই বোঝার উপায় নেই যে তাঁরা নিজেদের প্রথম বিশ্বকাপ খেলছে স্বাগতিক কোটায়। তাই আজ তাঁরা পাকিস্তানকে অঘটনের শিকার বানালে তাতে অবাক হওয়ার কিছুই নেই।

তবে ব্যাপারটা আজ একেবারেই সহজ হবে না তাঁদের জন্য। কারণ পাকিস্তান বৈশ্বিক টুর্নামেন্টে পরীক্ষিত দল। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নও তাঁরা। তাই দুই অভিবাসীর লড়াইয়ে যুক্তরাষ্ট্র জিতে গেলেও আজ ক্রিকেটের অন্যতম পরাশক্তিকে হারানো তাঁদের জন্য বেশ কঠিন কাজই বটে।

পাকিস্তান একাদশ

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, উসমান খান, ফখর জামান, আজম খান ইফতিখার আহমেদ, শাদাব খান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ আমির, নাসিম শাহ।

যুক্তরাষ্ট্র একাদশ

স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল , অ্যান্ড্রিস গাউস (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, নশতুশ কেনজিগে , জসদীপ সিং, আলী খান, সৌরভ নেত্রাভালকার।

Exit mobile version