টস হেরে ব্যাটিংয়ে বরিশাল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৩তম ম্যাচে মুখোমুখি গত আসরের দুই ফাইনালিস্ট তামিম ইকবালের বরিশাল ও সোহানের রংপুর রাইডার্স। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর। ম্যাচটি শুরু দুপুর দেড়টায়।

আসরে প্রথম দেখায় বরিশালকে আল্পো রানে গুটিয়ে দিয়ে বড় জয়ে গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিয়েছে রংপুর। তাই তো দ্বিতীয় দেখায় দুই দলই জয়ের জন্য মরিয়া। অবশ্য প্রথম ম্যাচে বড় জয়ের ফলে এ ম্যাচে জয় নিয়ে দারুণ আত্মোবিশ্বাসী রংপর। আসরে এখন পর্যন্ত অপরাজিত থেকে এ ম্যাচে মুখোমুখি হচ্ছে সোহানরা। ৫ জয়ে ১০ টয়েন্ট নিয়ে শীর্ষে দলটি।

সেখানে এক ম্যাচ কম খেলে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রথম দেখায় ৩০ বল হাতে রেখেই বরিশালকে ৮ উইকেটে হারায় রংপুর। মিরপুরে সে ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি চ্যাম্পিয়নরা। ১৮.২ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় বরিশাল। জবাবে অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় রংপুর।

বিপিএলের এবারের আসরের শুরু থেকেই দারুণ ফর্মে আছে রংপুর। ব্যাট বলে শীর্ষে আছে তারা। ব্যাট হাতে রংপুরের অ্যালেক্স হেলস ৫ ম্যাচে ২১৭ রান নিয়ে সবার ওপরে। ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানেও রংপুরের সাইফ হাসান।

৫ ম্যাচে ১৯৯ রান নিয়ে দুইয়ে। সেখানে বরিশালের অধিনাক তামিম ৪ ম্যাচে ১২১ রান নিয়ে রয়েছেন সাত নম্বরে। নয়ে অবস্থান করছে বরিশালের কাইল মায়ার্স এছাড়া বরিশালর আর কোন ব্যাটার সেরা দশে নেই।

একই সাথে বল হাতে শীর্ষে রয়েছে রংপুরের বোলাররা। ৪ ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষে থাকা রাজশাহীর পেসার তাসকিনের পরেই দুই তিন চার নম্বরে রয়েছে রপুর। খুশদিল শাহ ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন। রংপুরের আর এক পেসার নাহিদ রানা সমান ম্যাচে ৯ উইকেট নিয়ে রয়েছে তিনে।

রংপুরের স্পিনার মেহেদী হাসান সমান ম্যাচে ৭ উইকেট নিয়ে রয়েছে চারে। বল হাতে সেরা দশে নেই বরিশালের কোন ব্যাটার। তালিকায় ১২ নম্বরে অবস্থান করছে বরিশালের ফাহিম আশরাফ। ফলে ব্যাট বলে বরিশালের চেয়ে রংপুরকেই এগিয়ে রাখতে হচ্ছে।

ফলে রংপুরের বিপক্ষে জিততে হলে বরিশালের স্থানী ব্যাটারদের জ্বলে উঠতে হবে। জাতীয় দলের আদলে গড়া দলটিতে এখন পর্যন্ত নিজেদের সেরাটা খেলতে পারেনি তামিম-তাওহিদ-মুশফিক-রিয়াদ ও রিশাদরা।

Exit mobile version