বাংলাদেশে প্রিমিয়ার লিগ বিপিএলের ১৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। রোমাঞ্চকর ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর ২টায়।
আসরে এবার টানা দুই ম্যাচ জিতে দারুণ ফর্মে আছে খুলনা। দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে সুন্দর বনের দলটি। অন্যদিকে দুর্বার রাজশাহী চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে।
তবে আসরে টানা ছয় ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর রাইডার্স। সেখানে এক ম্যাচ কম খেলে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে চারে চিটাগং কিংস। তবে এখনও জয়ের দেখা পায়নি ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স।