টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা; নাহিদ রানার অভিষেক

সিলেট টেস্ট

সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়।

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট জয়ের আশায় তিন পেসার নিয়ে মাঠে নামছে টাইগাররা। অভিষেক হয়েছেন তরুণ পেসার নাহিদ রানার। এর আগে দুই দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে লড়াই হয়েছে সমানে সমান।

টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল।

টেস্ট টস জিতেও ফিল্ডিং নেয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেটে বিরল। ৯ বছর আগে পাকিস্তানের বিপক্ষে টস জিতে সর্বশেষ ফিল্ডিং বেছে নিয়েছিলো বাংলাদেশ। ওই ম্যাচে টাইগাররা হেরেছিলো ৩২৮ রানে।

এই ম্যাচে বাংলাদেশের ১০৩তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হলো পেসার নাহিদ রানার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের সর্বশেষ আসরে ১৪৯.৭ কিলোমিটার বেগে বল করে আলোচনার জন্ম দেন ২১ বছর বয়সি এই পেসার।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে, নিশান মাদুষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস। প্রভাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

Exit mobile version