নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে থাকবেন না বলে আগেই জানা গিয়েছিলো। তার পরিবর্তে কে বাংলাদেশের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবে সে বিষয়ে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। হাথুরুসিংহে যতদিন থাকবেন না ততদিন সহকারী কোচ নিক পোথাস বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব পালন করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
হাথুরুর না থাকা বিষয়ে জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহে ওয়ানডেতে থাকবেন না। যেহেতু তার স্ত্রীর মেজর সার্জারি রয়েছে। সে ২৫ সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে। এরপর দলের সঙ্গে যোগ দেবে ২৬ তারিখ। উপস্থিত থাকবেন স্টেডিয়ামে। ওইদিনই কিউইদের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ ওয়ানডে।
আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই দলের সিরিজ অনুষ্ঠিত হবে।
