টাইগার স্পিনারদের যে পরামর্শ দিলেন মুশতাক

বিশ্বের যেকোন দলের ব্যাটারদের শাসন করতে বাংলাদেশী স্পিনারদের নিজের সক্ষমতার উপর আস্থা রাখতে বলেছেন জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক পাকিস্তানের মুশতাক আহমেদ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফ হিসেবে যোগদান করেন মুশতাক।

বাংলাদেশ দলের অনুশীলন শেষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) লাহারে এক সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘সাধারণত বাংলাদেশের স্পিনাররা খুব, খুব ভালো স্পিনার। তারা ম্যাচ উইনার এবং অনেক ম্যাচে দলকে জিতিয়েছে।’

পাকিস্তানের সাবেক এই স্পিনার বলেন, ‘তাদের সঙ্গে কাজ করতে পারাটা  আমার জন্য অনেক বড় সম্মানের। সেখানে  বেশ ভাল মানের  কিছু স্পিনার আছে। তারা কোচের  কথা মানে-প্রাণে শোনে।  তাদের সাথে আমার সময়টা বেশ  ভাল যাচ্ছে। তারা বেশ ভালভাবে  শিক্ষা গ্রহণ করে। আমি আশা করছি তারা ম্যাচে একটা  পার্থক্য গড়ে দিতে পারবে।’

মুশতাক আরো বলেন, ‘তাদের মূল বিষয়টা  ঠিক রাখতে হবে। অবশ্যই  তাদের সক্ষমতার  ওপর আপনাকে আস্থা রাখতে হবে। কোন প্রতিদ্বন্দ্বিতায় নামলে আপনার শক্ত  আত্মবিশ্বাস দরকার। আপনার আস্থা যদি শক্ত থাকে  তবে বাকি সব কিছুই  ঠিক থাকবে। আমার কাজ কাজ হবে তাদের আত্মবিশ্বাস তৈরি করা যে,তারা যে কাউকে হারাতে পারে।’

Exit mobile version