টানা দ্বিতীয়বার বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি

গত আসরের মতো এবারের আসরেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি। সাথে যুক্ত আছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ।

একারণেই ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের দশম আসরের নাম রাখা হয়েছে ইস্পাহানি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পাওয়ার্ড বাই নগদ।

আগামী শুক্রবার মাঠে গড়াবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট লিগ বিপিএলের দশম আসর। দেড় মাস ধরে চলা টুর্নামেন্টটির পর্দা নামবে ১ মার্চ।

প্রতিবারের মতো এবারেও তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল। ভেন্যু তিনটি হলো- ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

এদের মাঝে চট্টগ্রামে এবং সিলেটে ১২টি করে মোট ২৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকী ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

Exit mobile version