ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া হতে পারে বলে খবর পাওয়া গেছে। প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চরম হারের পর লাহোরে নির্বাচক কমিটির বৈঠকে বাবরকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ এবং প্রধান কোচ জেসন গিলেস্পি প্রকাশ্যে বাবরকে সমর্থন জানালেও, নির্বাচক প্যানেল মনে করছে, ব্যাটিং ফর্ম পুনরুদ্ধারের জন্য বাবরের কিছুটা সময় দলের বাইরে থাকা দরকার। বাবর ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে কোনো টেস্ট অর্ধশতক করতে পারেননি। ২০২৩ সালের শুরু থেকে তিনি ৯ টেস্টে গড়ে ২১ রানেরও কম করেছেন।
বাবরের বাদ পড়া পাকিস্তানের ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করবে। তাঁর ব্যাটিং ফর্মের পাশাপাশি নেতৃত্বের ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে ধাক্কা খেয়েছেন তিনি। ২০২৩ বিশ্বকাপের ব্যর্থতার পর, নেতৃত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হলেও কিছু মাসের মধ্যেই তাঁকে আবারও দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সেই অধ্যায়ও সফল হয়নি। বাবরের নেতৃত্বে পাকিস্তান ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেয়।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ১৫ অক্টোবর থেকে মুলতানে শুরু হবে।