টানা ২য় ম্যাচে ব্যর্থ বিজয়; ব্যাটিংয়ে নামেননি সাব্বির

জিম-আফ্রো টি-টেন লিগ

জিম আফ্রো টি-টেন লিগে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও সাব্বির রহমান। ২১ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনের দিন বাংলাদেশের দুই ব্যাটারই দুই বল খেলে এক রান করে আউট হন। সেদিন সাব্বিরের দল হারারে বোল্টস জয় পেলেও হেরেছিলো বিজয়ের দল বুলাওয়ে ব্রেভার্স জাগুয়ার। টানা সূচীর টুর্নামেন্টের দ্বিতীয় দিন হারের মুখ দেখলেন বাংলাদেশের দুই ক্রিকেটারই।

ডারবান উলভস এর কাছে সাব্বিরের হারারে বোল্টস ৭ উইকেটে এবং এনামুল হক বিজয়ের দল বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্স তিন উইকেটে কেপ টাউন স্যাম্প আর্মির কাছে পরাজিত হয়েছে।

ডারবান উল্ভস এর বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৯৯ রানের সংগ্রহ পায় হারারে বোল্টস। দুই ওপেনার কেনার  লুইস ও শিহান জয়সুরিয়া যথাক্রমে ১ ও ৬ রান করে আউট হন। সিন উইলিয়ামস ৩৫ রান করে রিটায়ার্ড হার্ট ও জর্জ মানসি ৩৭ রান করে আউট হন। পরে জেমস নিশাম ৬ বলে ১১ ও রিচার্ড গ্লিসন শূন্য রানে অপরাজিত ছিলেন। ফলে ব্যাটিংয়েই নামার সুযোগ পাননি সাব্বির রহমান।

জবাবে খেলতে নেমে ডারবান উল্ভস এর পাকিস্তানী রিক্রুট শার্জিল খান ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হন। কিন্তু কলিন মুনরোর ২৯ বলে করা ৫৮ রানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত হয় ডারবানের।

সাব্বিরের মতো বিজয়ের দলও টস হেরে আগে ব্যাটিংয়ে নামে। কিন্তু বুলাওয়ে ব্রেভার্সকে ৬ উইকেটে ৮৩ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। প্রথম ম্যাচের মতো এদিনও বিজয় ওপেনার হিসেবে খেলতে নামেন। কিন্তু চার রান করে উইলির বলে মুস্তফার হাতে ক্যাচ দিয়ে ফেরন।

জবাবে খেলতে নেমে ৮ বল ও তিন উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কেপ টাউন স্যাম্প আর্মি।

Exit mobile version