তৃতীয় ম্যাচে এসে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হারের পর তৃতীয় ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়েছে তারা। অন্যদিকে বিশ্বকাপে টানা তিন ম্যাচেই হারলো লঙ্কানরা।
কেউ কি ভেবেছিলো বিনা উইকেটে ১২৫ রান থেকে ২০৯ রানে অলআউট হবে শ্রীলংকা? দুর্দান্ত শুরুর পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং লাইন আপ। ৮৪ রানে ১০ উইকেট হারায় তারা। অ্যাডাম জাম্পার স্পিন ঘূর্ণিতে খেই হারিয়ে ফেলেন শ্রীলংকার ব্যাটসম্যানরা। ৪ উইকেট নিয়েছেন জাম্পা। জবাবে ৮৮ বল হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া।
টস জিতে ব্যাটিং নিয়ে দুর্দান্ত শুরু করে শ্রীলংকা। অস্ট্রেলিয়ার বোলারদের হতাশ করে সাবলীলভাবে ব্যাট চালিয়ে গেছেন লঙ্কান দুই ওপেনার। ১২৫ রান আসে উদ্বোধনী জুটিতে। পাথুম নিসাঙ্কা ৬১ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর থেকেই তাদের ছন্দপতন শুরু। দলীয় ১৫৭ রানে আউট হয়েছেন আরেক ওপেনার কুশল পেরেরা। ৭৮ রান করেছেন তিনি।
শ্রীলংকা বড় ধাক্কাটা খায় দুর্দান্ত ফর্মে থাকা কুশল মেন্ডিসের আউটে। ১৩ বলে ৯ রান করেছেন লঙ্কান উইকেট কিপার। এরপর আসা যাওয়ার মাঝে ছিলেন ব্যাটাররা। চারিথ আসালাঙ্কা শুধু দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। বাকিরা হতাশ করায় অস্ট্রেলিয়াকে বড় টার্গেট দিতে পারেনি শ্রীলংকা। ৪৩ ওভার ৩ বলে ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা।
অজি স্পিনার অ্যাডাম জাম্পা ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
টার্গেট ছোট হলেও শুরুতেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় শ্রীলংকা। দলীয় ২৪ রানের মাথায় দুই অভিজ্ঞ ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। প্রথমে ডেভিড ওয়ার্নার ও পরে স্টিভেন স্মিথ আউট হয়েছেন। ১১ রান করেন ওয়ার্নার। আর কোন রান না করেই ফিরেছেন স্মিথ। এই দু’জনকেই আউট করেছেন দিলশান মাদুশাঙ্কা।
এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন ওপেনিং ব্যাটার মিচেল মার্শ। তবে মিচেল মার্শ ৫২ রান করার পর রান আউট হলে ৫৬ রানে ভাঙে তাদের জুটি। অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রেখেছে মার্নাস লাবুশেন ও জস ইংলিশের জুটি। চতুর্থ উইকেট জুটিতে ৭৭ রান যোগ করেন তারা। লাবুশেন ৪০ রান করেন। অস্ট্রেলিয়ার ইনিংসে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন জস ইংলিশ। ৫৮ রান করে আউট হয়েছেন তিনি।
এরপর গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কোস স্টোনিস দ্রুত রান তুললে ৩৫ ওভার ২ বলে ৫ উইকেটে ২১৫ রান করে জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ২১ বলে ৩১ ও মার্কোস স্টোনিস ১০ বলে ২০ রানে অপরাজিত থাকেন।