অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে জয়ের ম্যাচে ১৮তম ওভারের শেষ দুই বল এবং ২০তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন অজি পেসার প্যাট কামিন্স। এটি চলতি বিশ্বকাপের ও কামিন্সের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো সাবেক এই অধিনায়ক।
সংক্ষিপ্ত সংস্করণে অজি বোলারদের চার হ্যাটট্রিকের তিনটিতেই প্রতিপক্ষ বাংলাদেশে। সর্বপ্রথম ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেপটাউনে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের প্রথম হ্যাটট্রিক।
১৩ বছর পর ২০২০ সালে জোহানেসবার্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।
এর পরের বছরই মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন পেসার নাথান এলিস। এরপর আজ সেই তালিকায় নাম লেখালেন কামিন্স।