২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সে দলের ক্রিকেটারদের সবাইকে বাইরে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল। হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
অবশ্য সিরিজের শেষ তিন ম্যাচে চ্যাম্পিয়ন দলের তিন ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন দলের সাথে যোগ দিবেন। হ্যারিকেন কারণে বার্বাডোজ ছাড়তে বিলম্ব হওয়ায় জিম্বাবুয়েগামী দলের সাথে যুক্ত হতে পারেননি এইত্রয়ী। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে না খেললেও পরের তিন ম্যাচে এই তিনজন মাঠে নামবেন।
বিশ্বকাপ শেষে ভারতীয় দলের টি-টোয়েন্টি ফর্মেট থেকে বিদায় নিয়েছেন ভিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের সাথে যুক্ত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও।
ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন ২২ বছর বয়সি রিয়ান পরাগ ও ২৩ বছর বয়সি অভিষেক শর্মা। বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় চুক্তি নবায়ন না করায় জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়ীত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্ণণ।
জিম্বাবুয়ে সফর প্রথম দুই ম্যাচের ভারতীয় দল:
শুভমান গিল (অধিনায়ক), অভিষেক শর্মা, খলিল আহমেদ, আভেষ খান, তুষার দেশপান্ডে, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষিত রানা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), মুকেশ কুমার, রিয়ান পরাগ, রবি বিঞ্চোই, সাই সুদর্শন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিংকু সিং ও ওয়াশিংটন সুন্দর।