দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। ৬১ রানের জয়ে চার ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে। প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেট হারিয়ে ২০২ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৪১ রান করে।
টস জয়ের পর দক্ষিণ আফ্রিকা সফরকারী ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। তবে ভারতের ব্যাটারদের হাতে এমনভাবে পর্যুদস্ত হতে হবে তা হয়তো ভাবতেই পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। বিশেষ করে সঞ্জু স্যামসনের ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে বড্ড ভুগিয়েছে। বিধ্বংসী ব্যাটিং করেছেন ভারতীয় এই ওপেনার। মাত্র ৫০ বলে তিনি স্কোরবোর্ড ১০৭ রান জমা করেন। তার বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি তিলক ভার্মার ৩৩ রান ও সূর্যকুমার যাদবের ২১ রান ভারতকে নির্ভরযোগ্য সংগ্রহ এনে দেয়।
ভারতীয় ব্যাটারদের তাণ্ডবে কোনো প্রোটিয়া বোলার স্বস্তি পাননি। তার মাঝে গেরাল্ড কোয়েতজি ৩ উইকেট শিকার করেন।
ব্যাট হাতে যেমন সফরকারী ব্যাটাররা আধিপত্য করেছেন বল হাতেও তেমনি। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের যতটা আক্রমণাত্মক হওয়ার দরকার ছিল তা তারা পারেনি। ফলে কোনো ভালো জুটি গড়ে তুলতে পারেনি তারা। ব্যক্তিগতভাবে কোনো ব্যাটার এমন কোনো ইনিংস খেলতে পারেননি যা ভারতীয় বোলারদের চাপের মুখে ফেলতে পারে।
ভারতীয় দুই বোলার বরুণ চক্রবর্তী ও রবি তিনটি করে উইকেট পান।