বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এখন সেরা অধিনায়ক লিটন দাস। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ব্যবধানে টি-টোয়ন্টি সিরিজ জয়ের মধ্য দিয়ে নতুন উচ্চতায় তিনি। ম্যাচ শেষে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন লিটন কুমার দাস।
বাংলাদেশ অধিনায়কের হাতে সিরিজ জয়ের ট্রফি, মুখে চওড়া হাসি। ক্যাপশনে মিশে আছে গর্বের ছোঁয়া, ‘বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পঞ্চম ট্রফি। অসাধারণ এই ছেলেদের নেতৃত্ব দিতে পেরে গর্বিত।’
এর আগে লিটনের আগে পাঁচটি সিরিজ জয়ের স্বাদ পাননি বাংলাদেশের আর কোনো টি-টোয়েন্টি অধিনায়ক। ব্যক্তিগত এই অর্জনে মিশে আছে দলের ছুটে চলার প্রতিচ্ছবিও। টি-টোয়েন্টি ক্রিকেটে এই বছর নিজের অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে।
সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি উইকেট, সবচেয়ে বেশি ছক্কা, জয়-পরাজয়ের অনুপাতে সেরা সাফল্য, সবকিছুই ধরা দিয়েছে এই ২০২৫ সালে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















