টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ শুরু করেছিলেন সাকিব আল হাসান। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে শীর্ষস্থানে থাকা সাকিব এক ধাক্কায় নেমে যান র্যাংকিংয়ের পাঁচে। যা এই বাঁহাতি অলরাউন্ডারের ক্যারিয়ারে এক যুগের মধ্যে সর্বনিম্ন র্যাংকিং। বাংলাদেশ সুপার এইট মিশন শুরুর আগে আবারো সুখবর পেলেন সাকিব। আইসিসির সর্বশেষ অলরাউন্ডার র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাঁর।
আজ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সেখানে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।
ডাচদের বিপক্ষে অপরাজিত ৬৬ রান করেছিলেন সাকিব। এরপর নেপালের বিপক্ষে ব্যাট হাতে ১৭ আর বল হাতে ২ উইকেট নিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত ফরম্যাটের অভিজাত এই র্যাংকিংয়ে মোহাম্মদ নবির পর সর্বশেষ শীর্ষস্থান দখলে নিয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।