টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলো জিম্বাবুয়ে

বাছাই পর্ব

জিম্বাবুয়ে ক্রিকেট দল

জিম্বাবুয়ে ক্রিকেট দল

টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের অবস্থা বেশ নাজুক। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সর্বশেষ আসরে তারা খেলতে পারেনি। বাছাই পর্ব পার না হতে পারায় তাদেরকে দর্শক হয়ে থাকতে হয়েছিল। তবে এবার আর দর্শক হতে হচ্ছে না। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে তারা টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।

আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে কেনিয়াকে দ্বিতীয় সেমিফাইনালে হারিয়ে তারা চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে। হারারেতে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটে জয় পায় জিম্বাবুয়ে। কেনিয়াকে ১২২ রানে আটকে দিয়ে পাঁচ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সিকান্দার রাজার দল। এ জয়ের নায়ক ছিলেন ব্রায়ান বেনেট।

রান তাড়া করতে নেমে খুনে এক ইনিংস খেলেন বেনেট। ২৫ বলে করেছেন ৫১ রান। ইনিংসটি সাজাতে তিনি দুই ছক্কার পাশাপাশি আটটি চারের মার মারেন। তার সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামা টাডিওয়ানাশে মারুমানি করেন ৩৯ রান।

কেনিয়ার ব্যাটারদের মধ্যে রাকেপ প্যাটেল ছিলেন ব্যতিক্রম। অন্যরা আসা যাওয়াই করেছেন। ৪৭ বলে প্যাটেল ৬৫ রান করে জিম্বাবুয়ের বোলারদের হতাশা বাড়িয়ে চলেছিলেন। কেনিয়ার আর কোনো ব্যাটার ২০ রানও করতে পারেননি।

এর আগে বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে তাঞ্জানিয়াকে হারিয়ে নামিবিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে তিনটি দল খেলবে। গত আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপে খেলবে।

Exit mobile version