টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক হচ্ছেন কে?

দিনক্ষণ চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে ২২ মার্চকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে। আর ফাইনাল হতে পারে ২৬ মে। এদিকে, যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে এবারের বিশ্বকাপ শুরুর তারিখ ১ জুন। আর ফাইনাল ৩০ জুন।

শিরোপার জন্য মুখিয়ে আছে ভারত। কিন্তু অধিনায়ক ইস্যুতে জটিল আকার ধারণ করেছে ভারতীয় দলে। কে সামলাবেন দলটির দায়ীত্ব, রোহিত শর্মা নাকি হার্ডিক পান্ডিয়া?

বিশ্বকাপ স্বোয়াডে রোহিত শর্মাই থাকবেন, নাকি মুম্বাই ইন্ডিয়ান্সের মতো অধিনায়কত্বের দায়ীত্ব উঠবে অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়ার কাধে, সে বিষয়ে চলছে জোর আলোচনা। কেননা টুর্নামেন্টের অন্যতম সফল দল মুম্বাই রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে হাার্ডিককে নতুন অধিনায়ক ঘোষণা করেছে সে খবর বেশ পুরনো।

সে বিষয়ে ব্যাখ্যাও দিয়েছে মুম্বাই। ‘রোহিত যাবে শুধু ব্যাটিংয়ে মনোযোগী হতে পারে, সে জন্যই তাকে ভারমুক্ত করা হয়েছে। সে কারণেই প্রশ্ন উঠেছে, জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটিও কি সে পথে হাটবে?

এই বিষয়টি সামনে আসতেই সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ‘জয় শাহ’। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, ‘ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল নিয়ে আমাকে কোন প্রশ্ন করবে না। শুধু এতোটুকু বলতে পারি, আমরা ৩০ জুন বার্বাডোজের ফাইনালে রোহিত শর্মার হাতে শিরোপা দেখার অপেক্ষায় আছি।’

Exit mobile version