টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে সূর্যকুমার যাদব

এমআরএফ টায়ার্স আইসিসি পুরুষ টি-২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব র‍্যাংকিংয়ের শীর্ষস্থান আরও শক্ত করেছেন। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার আফ্রিকার বিপক্ষে ঝড়ো গতির হাফ সেঞ্চুরি শীর্ষস্থানে তার অবস্থানকে আরও পাকাপোক্ত করেছে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৮৬৫। গত ১২ ডিসেম্বর নতুন এই রেটিং প্রকাশ করা হয়েছে।

সূর্যকুমার যাদব প্রথম টি-২০তে ৩৬ বলে ৫৬ রান করেন। একই ম্যাচে রিংকু সিং ছিলেন আরও মারকুটে। তার ব্যাটে ৬৮ রান এসেছে মাত্র ৩৯ বলে। বেড়েছে তার রেটিং পয়েন্ট। একই সঙ্গে র‍্যাংকিংয়ে তার অবস্থানের উন্নতিও হয়েছে। বর্তমানে ৪৬৪ রান রেটিং পয়েন্ট। ৫৯তম স্থান থেকে রিংকু উঠে এসেছেন ৪৬তম স্থানে।

২৬ বছর বয়সী রিংকু সিংয়ের বর্তমান ব্যাটিং গড় ৮২.৬৬। ১১ ম্যাচ শেষে তার স্ট্রাইক রেট ১৮৩.৭০।

প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার দ্বিতীয় ম্যাচে জয় পায় দক্ষিণ আফ্রিকা। দলটির অধিনায়ক এইডেন মার্করাম ৭৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন। তবে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে নিজের অবস্থান দুই ধাপ উপরে এনে দ্বিতীয় স্থানে চলে এসেছেন মার্করাম।

আর অবস্থার অবনমন হয়েছে রেজা হেনড্রিকসের। এক ধাপ নেমে অষ্টম স্থানে এসেছেন তিনি।

বোলার র‍্যাংকিংয়ে রশিদ খান ও ভারতের রবি বিষ্ণু যৌথভাবে শীর্ষে রয়েছেন। রশিদ খান অবশ্য সিরিজে খেলছেন না। তবে প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি শীর্ষ দশে অষ্টম স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন। ৬৫৪ রান রেটিং পয়েন্ট তার। দ্বাদশ স্থান থেকে দশম স্থানে উঠেছেন তিনি।

Exit mobile version