টি-টোয়েন্টি সিরিজে অজিদের হোয়াইটওয়াশ করতে চান রিজওয়ান

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর ক্রিকেটের কোনো ফরম্যাটে সিরিজ জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে তাদের নিজ মাঠে হারানোকে বিশাল অর্জন হিসেবে দেখছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সিরিজ জয়ের এই প্রেরণা ব্যবহার করে পাকিস্তান দলকে আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে বলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে দেয়া এক বক্তব্যে রিজওয়ান বলেন, “কেউ ভাবেনি আমরা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে পারব। তবে আমরা দল হিসেবে লড়েছি এবং ঐক্য ও মনোযোগ ধরে রাখতে পারলে টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করা সম্ভব।” পাকিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্যের ভিডিওটি শেয়ার করেছে।

রিজওয়ান আরও বলেন, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ও অন্যান্য বড় টুর্নামেন্টে ভালো করার জন্য পাকিস্তান দলকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি, যেখানে পাকিস্তানের প্রত্যাশা থাকবে শীর্ষে থাকার। সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তান শিরোপা জিতেছিল। তাই নিজেদের মাটিতে আবারও ট্রফি জয় পাকিস্তানের জন্য বিশেষ অর্জন হবে।

এদিকে, চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে কিছু রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় দল ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান সফরে যাবে না। এই সিদ্ধান্তে পাকিস্তানে অসন্তোষ বিরাজ করছে।

এখন পাকিস্তান দল তাদের একতা ও মনোভাব নিয়ে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল ব্রিসবেনে, দ্বিতীয়টি ১৬ নভেম্বর সিডনিতে, আর শেষ ম্যাচ ১৮ নভেম্বর হোবার্টে।

Exit mobile version