টি-২০তে নতুন বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য

টি-২০ ক্রিকেট মানেই যেন চার-ছক্কায় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া। সেটি আরও বেশি ঘটে সুপার ওভারে! কারণ ৬ বলের সুপার ওভারে চার–ছক্কা মারার চেষ্টা আরও বেশি থাকে। যা করার তো এই ৬ বলেই করতে হবে!

তাই তো রোমাঞ্চকর সুপার ওভারে ধুমধাড়াক্কা ব্যাটিং দেখতেই অপেক্ষা করেন সমর্থকেরা। কিন্তু এবার যা ঘটল তা সত্যিই অবিশ্বাস্য! মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকং ম্যাচে দেখা গেল ভিন্ন এক ঘটনা। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন, যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম।

টি-টোয়েন্টিতে সুপার ওভারে এর আগে সর্বনিম্ন ছিল গত বছরের জানুয়ারিতে আফগানিস্তানের করা ১ রান।

শুক্রবার (১৪ মার্চ) মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি গড়ায় সুপার ওভারে। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন। সুপার ওভারে আন্তর্জাতিক ক্রিকেটেব এমন ঘটনা এবারই প্রথম।

বাহরাইন সুপার ওভারে আগে ব্যাটিং করেছে। এহসান খানের করা সুপার ওভার শুরু হয় ডট বল দিয়ে। প্রথম বল ডট হওয়ার পরের দুই বলে টানা দুই উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় বলে বাবর হায়াতকে ক্যাচ দিয়েছেন আমের বিন। আর তৃতীয় বলে নিজাকাত খানের হাতে ধরা পড়েন সোহাইল আহমেদ।

আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার ওভার দুই উইকেটের খেলা হয়। ফলে তিন বলের মধ্যেই দুই উইকেট হারিয়ে অলআউট হয় বাহরাইন। জবাবে এক রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হংকংয়ের ৩ বল লেগেছে জয়ের বন্দরে পৌঁছাতে।

আন্তর্জাতিক টি-২০তে এ ঘটনা নতুন হলেও টি-টোয়েন্টি লিগে এটা নতুন কিছু নয়। টি-২০ লিগগুলোতে সুপার ওভারে কোনো রান না করতে পারার ঘটনা আছে একাধিকবার।

Exit mobile version