টি-২০তে নতুন রেকর্ড তামিমের

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান। দেশে হয়ে ব্যাট হাতে অনেক প্রথম রেকর্ড এসেছে খান সাহেবের হাতে। এবার প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজারি রানের ক্লাবে উঠলেন তিনি।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১৩তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে এ রেকর্ড গড়েন ৩৫ বছর বয়সী এই ওপেনার। এ দিন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৩৪ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৪০ রান করে বিদায় নেন তামিম। তবে এই ইতিহাস গড়তে তামিমের প্রয়োজন ছিল মাত্র ৯ রান।

তার জন্য তামিম খেলেছেন ২৭২তম টি-২০ ম্যাচ। যেখানে ২২টি সেঞ্চুরি ও ৭২টি ফিফটি রয়েছে তার। তবে দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনারের সর্বোচ্চ রানের ইনিংস ১৫৮।

তবে টি-২০তে তামিমের আগে বাংলাদেশের আর কোনো ব্যাটার ৮ হাজার রান করতে পারেননি। ৭ হাজার ৪৩৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৬ হাজার ৯০ রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিন নম্বরে মাহমুদউল্লাহ।

Exit mobile version