উজ্জীবিত বাংলাদেশ এবার অবিশ্বাস্য এক রূপ কথার গল্প লিখে প্রথমবারের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে লজ্জা উপহার দিল। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টি-টোয়েন্টিতে টাইগাররা ছিল অপ্রতিরোধ্য।
এদিন সেন্ট ভিনসেন্টে ব্যাট হাতে ভয়ঙ্কর ছিলেন জাকের আলী। টানা তিন ছক্কায় বল পাঠিয়ে দেন স্টেডিয়ামের বাইরে। ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেই মাঠে নেমেছিল লিটনের দল। তাই তো হোয়াইটওয়াশের সুবর্ণ সুযোগ হাত ছাড়া করেনি টাইগাররা।
সেন্ট ভিনসেন্টের মন্থর উইকেটে টস জিতে ব্যাট করতে নামে রান খরায় ভোগা লিটন দাস শুরুতেই ১৩ বলে ১৪ রান করে আউট! পাওয়ার প্লেতে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ।
তিনি ২১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রানে আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন। আর ৯ বলে ৯ রান করে বিদায় নেন তামিম। এরপর মেহেদী হাসান মিরাজ জুটি গড়েন জাকের আলি অনিকের সঙ্গে। তাদের ৩৭ রানের জুটিটি ভাঙে দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর।
২৩ বলে ২৯ রান করে ক্যাচ দেন মিরাজ। এরপর শামীম ২ ও মেহেদী শুন্য রানে বিদায় নিলে পেসার সাকিবকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন জাকের। ৫০ রানের জুটিতে ১২ বলে ১ চার ও ছক্কায় ১৭ রান করে আউট হন তানজিম।
জাকের ভয়ঙ্কর হয়ে উঠেন শেষ ওভারে গিয়ে। শেষ ওভারে তিন ছক্কায় তিনি তোলেন ২৫ রান। টানা তিনটি ছক্কায় বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেন জাকের। শেষ পর্যন্ত ৪২ বলে ৭২ রানে অপরাজিত থাকেন জাকের। বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৮৯ রান।
রান তাড়ায় নামা ক্যারিবীয়ানদের প্রথম উইকেট নেন তাসকিন। তার বলে এলবিডব্লিউ ব্রেন্ডন কিং। পরের ওভারে মাহেদী হাসান ফেরান জাস্টিন গ্রেভসকে। ৫ বলে ৬ রান করে আফিফকে ক্যাচ দেন তিনি।
পাওয়ার প্লের শেষ ওভারে ১৫ রান করা নিকোলাস পুরানকে বোল্ড করেন মাহেদী হাসান। ৬ ওভারে ৩ উইকেটে স্বাগতিকদের রান তখন ৪৫। সপ্তম ওভারে উইকেট পান হাসান মাহমুদ। এবার শূন্য রানে রস্টন চেজ ক্যাচ দেন মাহেদী হাসানের হাতে।
চেজ আউট হওয়ার দুই বল পর চার্লসকে সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙেন রিশাদ হোসেন। ১৮ বলে ২৩ রানে ফেরেন চার্লস। সপ্তম উইকেট জুটিতে ২৬ বলে ৩৫ রান তোলেন গুদাকেশ মোতি ও রোমারিও শেফার্ড।
এ জুটি ভাঙেন তানজিম হাসান। পরের ১৪ রানে বাকি উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন রোমারিও শেফার্ড। তাতে ১০৮ রানে গুটিয়ে যায় তার। ফলে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।
এ জয়ের ফলে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে তারা। বাংলাদেশের হয়ে রিশাদ ৪ ওভারে ২৩ রানে তিন উইকেট নেন।