টি-২০ বিশ্বকাপ ভারত-পাকিস্তান দ্বৈরথ:জানা গেল তারিখ

আইসিসি টি-২০ বিশ্বকাপ

টি-২০ বিশ্বকাপ ভারত-পাকিস্তান দ্বৈরথ জানা গেল তারিখ

টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ জানা গেল।

ভারত-পাকিস্তান লড়াইয়ের আজ সূচী প্রকাশ

আগামী বছরের ৭ মার্চ শুরু হবে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। দিন তারিখ চূড়ান্ত হলেও টুর্নামেন্টের সূচী এখনো অজানা। মূল সূচী প্রকাশ না হলেও টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ টি-২০ বিশ্বকাপ ভারত-পাকিস্তান দ্বৈরথ ম্যাচের দিন তারিখ চূড়ান্ত হয়েছে। টুর্নােমেন্টের পুরো সূচী আজ জানা যাবে।

ভারত-পাকিস্তান ম্যাচ।

চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার যেমন শেষ নেই, তেমনি উদ্বেগেরও। সবার নজর থাকে এ ম্যাচটির দিকে। বর্তমান পরিস্থিতি দুই দলের ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে যেমন বেড়েছে উত্তেজনা, তেমনি আয়োজকদের। এ ম্যাচ নিয়ে আয়োজকদের বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চির প্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচটি।

৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। চলতি বছর এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের উত্তপ্ত লড়াইয়ের পর এবার তারা প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে। ভারত যুগ্ম আয়োজক হলেও পাকিস্তান ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না। দুই দেশের মধ্যে বৈরি সম্পর্কের কারণে এ ম্যাচটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। টি-২০ বিশ্বকাপ ভারত-পাকিস্তান দ্বৈরথ: জানা গেল তারিখ।

ভারত ও শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক। মোট ২০টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিগ্রুপে রয়েছে পাঁচটি করে দল। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে আরও রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।

ভারত-পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক।

চার গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইটে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে চারটি করে দল নিয়ে দুটো গ্রুপ হবে। সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তাহলে ভেন্যু পরিবর্তন হবে। তাদের সেমিফাইনাল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

Exit mobile version