টি-২০ সিরিজের টিকিট নিয়ে দর্শকদের বিসিবির বার্তা। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু আজ সন্ধ্যা ৬টায়।
সফরকারীদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে জয়ে পর টি-টোয়েন্টি জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে ম্যাচের টিকিট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি২০ আন্তর্জাতিক সিরিজের জন্য দর্শকদের নিম্নলিখিত টিকিট নির্দেশাবলী অনুসরণ করা আবশ্যক:
টিকিট শুধুমাত্র অনলাইনে অফিসিয়াল পোর্টাল এবং অ্যাপ থেকে কেনা যাবে। স্টেডিয়ামের বুথে কোনো টিকিট বিক্রি করা হবে না।
এছাড়া বৈধ টিকিট ব্যতীত কোনো দর্শককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দর্শকদের অবশ্যই টিকিটে উল্লেখিত গেট দিয়েই প্রবেশ করতে হবে। সেই সাথে আসন খালি থাকলে, ম্যাচের দিনেও অনলাইনে টিকিট ক্রয় করা যাবে।
তবে টিকিটধারীদের তাদের অনলাইন টিকিট অন্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
