টেস্ট ম্যাচ চলাকালেই দুঃসংবাদ ভারত শিবিরে
টেস্টের মাঝেই দুঃসংবাদ পেল ভারত । কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পথে ভারত। কিন্তু অধিনায়ক শুভমান গিলের চোট নিয়ে তারা শঙ্কায় পড়েছে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে গতকাল (শনিবার) ব্যাটিংয়ে নেমে অল্প সময়ের মাঝেই ঘাড়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি ।

দ্রুততম সময়ে তাকে হাসপাতালেও নেওয়া হয়। আজ (রোববার) জানা গেল প্রথম টেস্টে আর মাঠে নামা হচ্ছে না গিলের। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে,
চলমান টেস্টে থাকছেন না গিল। গতকাল দিনের খেলা শেষে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এখনও তিনি সেখানে পর্যবেক্ষণে আছেন। ফলে ইডেন টেস্টে তার আর নামা হচ্ছে না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হবে।
শনিবার ব্যাটিংয়ে নামার পর মাত্র ৩ বল খেলেছেন গিল। প্রোটিয়া স্পিনার সাইমন হারমারের বলে স্লগ সুইপে চার হাঁকান, কিন্তু বলটি খেলতে গিয়ে ঘাড়ে ব্যথা শুরু হয় ভারতীয় অধিনায়কের। সঙ্গে সঙ্গে ফিজিও আসেন মাঠে।
হালকা পরীক্ষা করার পরই তিনি গিলকে মাঠের বাইরে নিয়ে যান। ওই সময় ঘাড়–ই ঘোরাতে পারছিলেন না গিল। অবশ্য মাঠে নামার আগে থেকেই নাকি ঘাড়-মেরুদণ্ডে ব্যথা ছিল তার, পরে ওষুধ নিয়ে খেলতে পারবেন বলে ধারণা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ভাবনা হতাশায় পরিণত হয় এই তারকা ব্যাটারের জন্য।
অধিনায়কের চোট নিয়ে বোলিং কোচ মর্নে মরকেল। তবে এটি ধারাবাহিকভাবে অতিরিক্ত খেলা ও ওয়ার্কলোডের জন্য বড় উদ্বেগের বিষয় বলে মনে করেন না তিনি। মরকেল বলেন, ‘গিল খুবই ফিট ক্রিকেটার, সে খুব ভালোভাবেই নিজের খেয়াল রাখে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















