বুলাওয়া টেস্টে নিউজিল্যান্ড যে বড় জয় পেতে যাচ্ছে তা আগেই নিশ্চিত হয়েছিল। তবে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় পাবে তা হয়তো কল্পনাতেও আনেনি। কিন্তু বুলাওয়াতে ঘটেছে তাই। নিউজিল্যান্ড তাদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের দেখা পেয়েছে। জিম্বাবুয়েকে দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। এ জয়ের ফলে নিউজিল্যান্ড দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ১২৫ রানের সফরকারী নিউজিল্যান্ড ৩ উইকেটে ৬০১ রান করে ইনিংসের সমাপ্তি টেনেছিল। জবাবে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অল আউট হয়ে নিউজিল্যান্ডকে তাদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় উপহার দেয়।
বড় জয়ের পাশাপাশি নিউজিল্যান্ড আরো একটা কীর্তি গড়েছে। সে কীর্তির মালিক নিউজিল্যান্ডের জাকারি ফোকেস। এ ম্যাচেই অভিষেক তার। আর তাতেই ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে অভিষেক হওয়ায় ম্যাচে সবচেয়ে সফল বোলার তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া ফোকের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছন। সব মিলিয়ে ম্যাচে তার শিকার সংখ্যা ৯। তার বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে সর্বনিম্ন রানে অল আউট হয়েছে।
এই হারের ফলে জিম্বাবুয়ে তাদের সর্বশেষ খেলা ছয় ম্যাচের সবকটিতেই হেরেছে। আর এই সিরিজে কোনো ইনিংসে তারা দুইশ রানের কাছেও যেতে পারেনি। ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ মাত্র ১৭০।
এদিকে এ জয়ের মাঝ দিয়ে নিউজিল্যান্ড জিম্বাবুয়ে সফরে সব ম্যাচ জয়ের কীর্তি নিয়ে দেশে ফিরছে। টি-টোয়েন্টিতে সব ম্যাচ জয়ের পর টেস্টেও সব ম্যাচ জিতেছে তারা।
বুলাওয়া টেস্টে নিউজিল্যান্ডের তিন ব্যাটার ১৫০ রানেরও বেশি রানের ইনিংস খেলেছেন। ডেভন কনওয়ে ১৫৩, হেনরি নিকোলাস ১৫০ ও রাচিন রাভিন্দ্র ১৬৫।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















