টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল; অজি দলে শিবিরে গ্রিন-হ্যাজলউড

২০২৪ সালের ৩ মার্চ, নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভ টেস্টের চতুর্থ দিন স্বাগতিক ব্যাটার ম্যাট হেনরিকে আউট করার পর উল্লাস করছেন ক্যামেরন গ্রিন ও জশ হ্যাজলউড।

ইংল্যান্ডের লর্ডসে আগামী ১১ জুন শুরু হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল প্যাট কামিন্সের দল।

১৫ সদেস্যের দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন ও জশ হ্যাজেলউড। ক্যামেরন গ্রিন স্ট্রেস ফ্র্যাকচারের কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকার পর জাতীয় দলের জার্সিতে ফিরছেন। জোশ হেজেলউডও এখন ফিট, তাই তিনিও ফিরছেন। চোটের কারণে প্যাট কামিন্সও শ্রীলঙ্কা সিরিজে খেলতে যাননি। অজি অধিনায়কও চোট কাটিয়ে দেশের জার্সিতে লাল বলের ক্রিকেটে ফিরছেন।

১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স, স্কট বোল্য়ান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশান, নাথান লিয়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।

অস্ট্রেলিয়ার এই দলটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। সেখানে তারা তিন টেস্টের পর খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সে কারণে নাথান লিয়ন ছাড়াও দলে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুহনেমানকে। এর বাইরে স্কোয়াডে চেনা মুখদের মধ্যে ওপেনার স্যাম কনস্টাস সুযোগ পেয়েছেন।

স্কোয়াডের ১৫ সদস্যের মধ্যে পাঁচজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের সঙ্গে যুক্ত। পাক-ভারত যুদ্ধের কারণে ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বাতিল হয়ে যায়। এরপর এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে। যা ১৭ মে থেকে শুরু হবে।

এদিকে, সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) জানিয়েছে আইপিএল খেলা নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যে সিদ্ধান্ত নেবে, তাতে বোর্ডের সম্মিতি থাকবে।

ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্করা আইপিএলে নিজেদের ফ্রাঞ্চাইজি’র হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্টার্কের দিল্লি, হ্যাজেজেলউডের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ইংলিসের পঞ্জার কিংস প্লে অফের দৌড়েও রয়েছে। ফলে ক্রিকেটাররা দল ছেড়ে দিলে আইপিএলে ভুগতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।

Exit mobile version