এবার পাকিস্তান ক্রিকেটের লাল বলের কোচের পদ থেকেও নিজেকে সরিয়ে নিলেন জেসন গিলেস্পি। পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি গতকাল (বৃহস্পতিবার) গভীর রাতে বিবৃতি দিয়ে সাবেক অসি পেসারের সরে দাঁড়ানোর কথা জানায়। গিলেস্পি দায়ীত্ব ছাড়ায় সাদা বলের মতো লাল বলেও অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে দেশটির সাবেক পেসার আকিব জাভেদকে।
তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজের জন্য এই মুহুর্তে দক্ষিণ আফ্রিকা সফরে আছে পাকিস্তান ক্রিকেট দল।
১০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ১১ রানে হেরেছে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ রাত ১০টায় (১৩ ডিসেম্বর) মুখোমুখি হচ্ছে দুই দল। দুই দলের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর, সেঞ্চুরিয়নে। দ্বিতীয় ও শেষ টেস্ট ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে।
গিলেস্পির দায়িত্ব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল গত কিছু দিন ধরেই। মূলত সহকারী কোচ টিম নিয়েলসেনের জন্য পিসিবি চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় গিলেস্পি সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েব সাইট ‘ক্রিকবাজ’। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগেই সরে দাঁড়ালেন ৪৯ বছর বয়সী এই কোচ।
গিলেস্পির দায়িত্ব নেয়ার পর প্রথম মিশন ছিল ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। যেখানে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দল। কারস্টেন বিদায় নেওয়ার পর নভেম্বরে অস্ট্রেলিয়ায় সাদা বলের দায়িত্বও পালন করেন গিলেস্পি। যেখানে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও হোয়াইটওয়াশ হয় টি-২০ সিরিজে।
চলতি বছরের এপ্রিলে দুই বছরের জন্য পাকিস্তানের টেস্ট দলের কোচ নিয়োগ দেয়া হয় গিলেস্পিকে। তবে সাম্প্রতিক সময়ে পিসিবির বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণের সময় উপেক্ষা করা হয় তাকে, যা ভালোভাবে নেননি। শেষ পর্যন্ত দায়িত্ব থেকেই সরে দাঁড়ালেন।