কানপুরে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নিয়ে আবারও বিশ্ব টেস্ট বোলার র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। বুমরাহ তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে এই স্থান দখল করেন। অশ্বিন এখন ৮৬৯ রেটিং পয়েন্ট নিয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছেন।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান তৃতীয় স্থান ধরে রেখেছেন। মেহেদী হাসান মিরাজও উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন, তিনি এখন পাঁচে অবস্থান করছেন।
ভারতের ব্যাটসম্যান ইয়াশস্বী জয়সওয়াল কানোপুর টেস্টে দুর্দান্ত পারফর্মেন্স করে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ৩ নম্বরে উঠে এসেছেন। এছাড়া শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর বোলারদের তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে উঠে এসেছেন।
ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিও টেস্ট র্যাংকিংয়ে উন্নতি করেছেন, কানোপুরে তার ৪৭ এবং অপরাজিত ২৯ রানের ইনিংসের ফলে তিনি ৬ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৬ নম্বরে চলে এসেছেন।