ট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের পাশে বিসিবি

সরকার পতনের পর নতুন এক ঢাকা দেখছে নগরবাসীরা। যেখানে নেই কোনো ট্রাফিক জ্যাম, নেই কোনো ভোগান্তি। যারা একটা সময় নিয়ম মানতে নারাজ ছিলেন, সেই তাঁরাই এখন নিয়ম মেনে চলাচল করছেন। এর সবটাই সম্ভব হয়েছে একমাত্র শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে। তাঁদের পাশে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা ছাত্রছাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বিসিবি। স্টেডিয়ামের আশপাশে রাস্তায় গাড়ি চলাচলে সাহায্য করা স্বেচ্ছাসেবীদের মাঝে প্রায় আড়াইশ প্যাকেট খাবার বিতরণ করেন ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের কর্মচারীরা ।

অবশ্য শুধু বিসিবি নয়, এর আগে তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ব্যাংক, কাচ্চি ভাই, পিজ্জা বার্গ, গ্লোরিয়া জিন’স এর মতো বেশকিছু প্রতিষ্ঠান।

Exit mobile version