রেকর্ডের মধ্য দিয়ে ২০২৫ সাল শেষ করেছে টাইগাররা। আপাতত আন্তর্জাতিক ম্যাচ না থাকায় ডট বল কমানোর কৌশল শিখছেন ব্যাটাররা। আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর এখন দলটির সামনে বড় লক্ষ্য ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই বিরতিতে অলস বসে নেই জাতীয় দলের ব্যাটাররা। গত শনিবার থেকে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে শুরু হয়েছে বিশেষ ব্যাটিং ক্যাম্প, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম দিন প্রায় চার ঘণ্টার সেশনে অংশ নেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। পুরো সেশন পরিচালনা করেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
বিশেষ এই সেশন শেষে গণমাধ্যমে সালাহউদ্দীন জানান, ব্যাটারদের সুনির্দিষ্ট স্কিল উন্নতিই ক্যাম্পের মূল উদ্দেশ্য। ‘উন্নতির আসলে শেষ নেই। আপনারা প্রায়ই বলেন আমাদের স্কিলে ঘাটতি আছে- সেটা আমরাও জানি। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে কাজ করার সময় পাওয়া যায় না। এই ক্যাম্পটা খেলোয়াড়দের ঘষা-মাজার জন্য। বিশেষ করে টি-টোয়েন্টিতে ভালো শটও অনেক সময় ফিল্ডারের কাছে চলে যায়- এগুলো সামলানোর দক্ষতা বাড়ানোই লক্ষ্য।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















