ডাচদের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

বৃষ্টির কারণে গুয়াহাটিতে ভারত ও ইংল্যান্ডের ওয়ার্ম-আপ ম্যাচের কোন বলই মাঠে গড়ায়নি আর কেরালায় অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের ম্যাচটি ওভার কাটছাট করেও শেষ করা যায়নি। এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের মতো বড় মঞ্চে আবারও জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। হ্যাটট্রিক করেছেন ২০১৫ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।

কেরালার তিরুবনন্তপুরামে বৃষ্টির কারণে ম্যাচটি ২৩ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে আগে ব্যাটিং করে স্টিভ স্মিথের ৫৫ রানের সুবাদে ৭ উইকেটে ১৬৬ রান তোলে অস্ট্রেলিয়া। অনেকটা সহজ টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই স্টার্কের গতির ঝড়ে নাস্তানাবুদ হয় ডাচরা। ওভারের ৫ম বলে তার ইনসুইং ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন ম্যাক্স ও’ডাউড। পরের বলেই গোল্ডন ডাকের শিকার হন ওয়ান ডাউনে খেলতে নামা ওয়েসলি বারেসি। স্টার্ক তার হ্যাটট্রিক পূর্ণ করেন নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে। এবার ইনসুইং ইয়র্কার। বোল্ড হয়ে ফেরেন বাস ডি লিডি। দলীয় ১২ রানে তিন উইকেট হারানোর ধাক্কা সামাল দিতে গিয়ে রান তোলার গতি কমে যায় ডাচদের।

পরের ওভারেই ফিরে যান ওপেনার বিক্রমজিৎ সিং। এবার মিচেল মার্শের ওভারে বোল্ড হয়ে ফেরেন বিক্রমজিৎ। একপ্রান্ত আগলে বিপর্যয় সামালে দেয়ার চেষ্টার করেন কলিন অ্যাকারম্যান। বৃষ্টির কারণে ১৪ দশমিক দুই ওভারের সময় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩১ রানে অপরাজিত ছিলেন অ্যাকারম্যান। ডাচদের রান তখন ৬ উেইকেটে ৮৪। পরে আর খেলা শুরু করতে না পারায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আগামী ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস।

কি বার্তা দিলেন স্টার্ক?

বিশ্বকাপ আর মিচেল স্টার্ক যেন একইসূত্রে গাথা। ২০১৫ সালে মেলবোর্নের ফাইনালে নিউজিল্যান্ডকে গুড়িয়ে দেয়া স্টার্কা পুরো টুর্নামেন্টে নিয়েছিলেন ২৭ উইকেট। ২০১৯ সালে তার উইকেটের সংখ্যা ২২। দুই আসরে মাত্র ১৮ ম্যাচ খেলেই তার উইকেটের সংখ্যা ৪৯। প্রস্তুতি ম্যাচ হওয়ায় রেকর্ড বইয়ে স্টার্কের এই হ্যাটট্রিকের পরিসংখ্যান থাকবে না। কুচকির চোটের কারণে অকেদিন ধরেই ভুগছেন অস্ট্রেলিয় এই পেসার। ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পর অ্যাশেজ সিরিজের পাঁচ ম্যাচের চারটিতেই খেলেছেন। সফরের শেষ দিকে কাধের চোটের কারণে ছিটকে যান। আর দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না কুচকির চোটের কারণে।

এবার ভারত সফরের প্রথম দুই ম্যাচে ছিলেন না বা হাতি এই পেসার। অবশ্য রাজকোটে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফিরে ৭ ওভারে ৫৩ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন। আর নেদারল্যান্ডসের বিপক্ষেতো আগুনে বোলিং করলেন। উইকেটের যে যায়গায় বল ফেলেছেন তাতে ব্যাটসম্যানদের জন্য খেলা অনেকটাই কঠিন।

Exit mobile version