আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতলে বাংলাদেশের সুপার এইট অনেকটাই নিশ্চিত। অবশ্য বাংলাদেশের এই কাজটা সহজ করে দিয়েছে বৃষ্টি। গ্রুপ ‘বি’র নেপাল-শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সুপার এইটে ওঠার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। একই গ্রুপ থেকে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা।
তাই তো, এমন সুযোগ আর হাত ছাড়া করতে চাইবে না টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
বিশ্বকাপে এবারও নেদারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যহত রাখতে চাইবে শান্তবাহিনী। আগের চার ম্যাচে তিন জয় বাংলাদেশের! ডাচদের হারাতে সেরাদের নিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে শান্তরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী,রিশাদ হোসেন, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।