ডিপিএলে তামিমের সেঞ্চুরি

ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন ঢাকা মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। রোববার বিকেএসপিতে তামিম ইকবালের সেঞ্চুরিতে পারটেক্স স্পোটিং ক্লাবকে ৭ উইকেটে হারায় তারা। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের টানা দ্বিতীয় জয়।

বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে তাইজুল ও নাসুমের বিষাক্ত স্পিনে ৪৬.৩ ওভারে ২১৮ রানে গুটিয়ে যায় পারটেক্স। দলের পক্ষে আহরার আমিন সর্বোচ্চ ৭৮ রান করেন। এছাড়া ওপেনার জয়রাজ শেখ ৩৮ ও রুবেল মিয়া ২৪ রান করে নাসুরে বলে বিদায় নেন। এরপর শুরু হয় তাইজুলের স্পিন ভেলকি। ফলে শেষ দিকে যাওয়াদ রয়ান করেন ৪২ রান। আর কোন ব্যাটার দাঁড়াতেই পারেনি।

বল হাতে তাইজুল ইসলাম ৯.৩ ওভারে ৫০ রানে নেন চার উইকেট। এছাড়া নাসুম ১০ ওভারে ৪২ রানে নেন তিনটি উইকেট। এছাড়া সাইফউদ্দিন নেন দুটি উইকেট।

জবাবে তামিম ইকবালের সেঞ্চুরিতে ৪০.২ ওভারে ৩ উইকেটে ২২২ রান তোলে মোহামেডান। দলের পক্ষে তামিম সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। তিনি ১১২ বলে ১১টি বাউন্ডারি ও ৫ ছক্কায় ১২৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মুশফিকুর রহিম ৩৫ রান করে অপরাজিত থাকেন। তবে ওপেনার রনি তালুকদার ৯, ও তাওহিদ হৃদয় ৩৭ রান করে বিদায় নেন।

Exit mobile version