ঢাকা প্রিমিয়ার লিগে জয় পেয়েছে পারটেক্স স্পোটিং ক্লাব। রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে ধানমণ্ডি স্পোটিং ক্লাবকে ২ উইকেটে হারায় তারা। ম্যাচ শেষে পারটেক্সের পয়েন্ট ৮। সমান খেলায় ধানমণ্ডির পয়েন্ট ৮।
এদিন ধানমণ্ডি স্পোটিং প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে ২২৯ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ইয়াসির আলী ৯০ ও মঈন খান সর্বোচ্চ ৮০ রান করেন। বল হাতে পারটেক্সের পক্ষে শহিদুল ইসলাম ১০ ওভারে ৩১ রান দিয়ে একাই নেন ৫ উইকেট।
জবাবে ৪০ ওভারে ৮ উইকেটে ২২৪ রান তোলে পারটেক্সে। দলের পক্ষে