ঢাকা প্রিমিয়ার লিগে শুক্রবার ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৬.২ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এদিন ওপেনার ইমরানুজ্জান শুণ্য ও সাদমান ইসলাম ২ রান করে শুরুতেই বিদায় নেন। এরপর অধিনায়ক ইমরুল কায়েস ও অমিত হাসান দলের হাল ধরেন।
তবে ইমরুল হাফসেঞ্চুরি পূর্ণ করে ৫০ রানে বিদায় নেয়ার পর অমিত হাসান ১১১ বলে ১০ বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করে ফেরেন। এছাড়া তৈবুর রহমান ২৭ ও মার্শাল আইয়্যূবের ব্যাট থেকে আসে ১৮ রান। আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি।
বল হাতে গাজীর পক্ষে সাকলাইন ৬.২ ওভারে ৩৫ রানে নেন তিন উইকেট। এছাড়া মুগ্ধ ও তোফায়েল দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি গাজীর। ওপেনার এনামুল হক বিজয় শুন্য রানে শুরুতেই রকিবুল হকের বলে বিদায় নেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার সাদিকুর রহমান ও তোফায়েল দলকে এগিয়ে নেন। তোফায়েল ৫২ রান করে রকিবুলের বলে বিদায় নেয়ার পর দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করে ফেরেন সাদিকুর রহমান।
তার ৯৬ বলের ইনিংসে ১০ বাউন্ডারি ও দুই ছক্কায় ৮৯ রান করে রুয়েলের বলে বোল্ড হন। এছাড়া শামসুর রহমান ৩৮ ও আমিনুল ইসলাম ১৩ রান করে বিদায় নেন। তবে পারভেজ অপরাজিত ১৪ রান করেন। ফলে ৪৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















