ঢাকা প্রিমিয়ার লিগের দশর রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১৭০ রানে হারায় তারা। এ জয়ের ফলে ১০ ম্যাচে গাজীর পয়েন্ট ১৪। সমান খেলায় পারটেক্সের পয়েন্ট ৫।
এ দিন প্রথমে ব্যাটিংয়ে নমে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০২ রান তোলে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে সাদিকুর রহমান ৪৬, বিজয় ৭৮, সাব্বির হোসেন শিকদার অপরাজিত ৬৪, ও শামিম মিয়া ৫৩ রান করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে পারটেক্স ৩১.৫ ওভারে ১৩২ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে আদিল সর্বোচ্চ অপরাজিত ৫৩ রান করেন। এছাড়া আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি। বল হাতে গাজীর পক্ষে শামিম মিয়া, ওয়ায়েজ সিদ্দিক ও তোফায়েল দুটি করে উইকেট নেন।