ডিপিএলে হার দিয়ে শুরু সাব্বিরের পারটেক্সের

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারল সাব্বির রহমানের পারটেক্সে স্পোটিং ক্লাবের। মঙ্গলবার বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭৭ রানে হেরেছে তারা।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৮ রান তোলে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন অধিনায়ক রায়ান রাফসান রাহমান। এছাড়া অনিক সরকার ৭৭, মোমিনুল ইসলাম তনময় ২৩, রাহিম আহমেদ ১৮ ও মিনজাদুল আবেদিন সাব্বর ৩০ রান করে বিদায় নেন। এছাড়া জুবায়ের হোসেন অপরাজিত ৩৯ ও আলী মোহাম্মদ ওয়াহিদ ১ রান করে অপরাজিত থাকেন।

জবাবে এক বল বাকি থাকতেই ২২১ রানে গুটিয়ে যায় সাব্বিরের পারটেক্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন জাওয়াদ রায়ান। এছাড়া রুবেল মাহি ৪০, অধিনায়ক সাব্বির রহমান ২০, অহারা আমিন ২১ ও মুক্তার আলীর ব্যাট থেকে আসে ২৪ রান।

শেষ দিকে মোহন শেখ ১৭ রান করে বিদায় নেন তবে নাঈম জুনিয়ার অপরাজিত ১৩ রান করেন। বল হাতে শাইনের পক্ষে ১০ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেন রফিকুজ্জামান। এছাড়া আলি ফাহাদ ১০ ওভারে ৫০ রানে নেন তিনটি।

Exit mobile version