ঈদের বিরতি শেষে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনেই টর্নেডো ব্যাটিংয়ে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন পারভেজ হোসেন। ছক্তায় পঞ্চাশ পূর্ণ করে রেকর্ড বইয়ে ইমন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে রিতিমতো ব্যাটিং তাণ্ডব চালান ২২ বছর বয়সী ব্যাটসম্যান।
বিকেএসপিতে রোববার ২৩ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬১ রান করেন তিনি। এদিন শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে আবাহনী লিমিটেড ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় স্রেফ ৬.৪ ওভারেই। বিধ্বংসী ইনিংস খেলার পথে মাত্র ১৫ বলে ফিফটি করেন পারভেজ। লিস্ট ‘এ’ ক্রিকেটে বটেই, স্বীকৃত ক্রিকেটেই এটি বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড।
যা লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ডটি এতদিন ছিল যৌথভাবে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেন ফরহাদ। এছাড়া দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ বলের কমে ফিফটি আছে দুটি। ২০০৬-০৭ মৌসুমের লিগে নাজমুল হোসেন ও ২০১৩-১৪ মৌসুমের লিগে জ্যাকব ওরাম ১৯ বলে স্পর্শ করেছিলেন পঞ্চাশ।
সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি। এদিন ছোট লক্ষ্যে পারভেজের টর্নেডো ব্যাটিংয়ে ৪০ বলে ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
আরেক ওপেনার জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। দিনের শুরুতে ভেজা আউটফিল্ডের কারণে সোয়া তিন ঘণ্টা পর শুরু হয় খেলা। ৩১ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিংয়ে নেমে একদমই সুবিধা করতে পারেনি শাইনপুকুর। ছয় নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩৮ রান করেন মিনহাজুল আবেদিন। দলের অন্য কোনো ব্যাটসম্যান ১৫ ছুঁতে পারেননি।
আবাহনীর পক্ষে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। এছাড়া রকিবুল হাসান ও রিপন মন্ডল পান ২টি করে উইকেট। ৯ ম্যাচে অষ্টম জয়ে শীর্ষস্থান ধরে রাখল আবাহনী। সমান ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে শাইনপুকুর।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ২৫.৪ ওভারে ৮৮/১০
আবাহনী লিমিটেড: ৬.৪ ওভারে ৮৯/০
ফল: আবাহনী লিমিটেড ১০ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোসাদ্দেক হোসেন